📂 Developer Career Advice
Make Product with Ai and Sell It

এখন দেখি কেউ বলছে, “AI আমার ৫০% কোড লিখে দিয়েছে”, আবার কেউ বলছে “AI তো ৯০% কোডই করে দিচ্ছে!” — আর কিছু পোস্টের কমেন্টে তো দেখলাম, তারা দাবি করছে “১০০% কোডই AI লিখে দিয়েছে”, তাদের কিছুই করতে হয়নি!

মজার ব্যাপার হলো, শুধু ডেভেলপাররাই না — ডিজাইনার, এমনকি মার্কেটাররাও এখন বলছে, “AI পুরো কোডটাই লিখে দিয়েছে।” (ভাব এমন যে, ডেভেলপার চাইতে মার্কেটের / ডিজাইনার কোড বেশি বুঝে! )

কিছুদিন আগে এক ভাইয়ের কমেন্টে বলেছিলাম, “যদি AI সব কোডই লিখে দেয়, তাহলে আপনি AI দিয়ে কী বানিয়েছেন একটু শেয়ার করেন।” পরে দেখি, সে একটা ছোট্ট একটা প্লাগইন বানিয়েছে।

তাই AI–এক্সপার্ট ভাইদের প্রতি ছোট্ট অনুরোধ — যদি সত্যিই এত AI এক্সপার্ট হন, তাহলে AI দিয়ে প্রতি সপ্তাহে একটা করে LMS বা eCommerce প্রজেক্ট বানান। তারপর CodeCanyon বা AppSumo-তে আপলোড করে বিক্রি করুন, কোটিপতি হয়ে যান।

লিখেছেন- তুষার ইমরান ভাই


© 2024 - 2026 React JS Bangla Tutorial.