জীবনে একটা কাজ বারবার শুরু থেকে করার কোনো মানে হয় না। যে কাজ করতেছি, সেটা এমন সুন্দর করে গুছিয়ে করি, যাতে পরবর্তীতে একই ধরনের সিস্টেম সহজে ও দ্রুত তৈরি করা যায়। প্রথমবার সময় বেশি লাগলেও সমস্যা নেই— পরে লাইফ হবে ইজি। RFC বা স্নিপেটের মতো পুনঃব্যবহারযোগ্য কোড টেমপ্লেট অনেক সময় বাঁচায়। যেমন: Login component, Signup component, কিংবা অন্যান্য সাধারণ ফিচারগুলো সবসময় হাতের নাগালে রাখলে নতুন ফিচার ডেভেলপমেন্ট অনেক দ্রুত ও কার্যকরভাবে করা সম্ভব।
জীবনের উত্থান ও পতন
বছর | অর্জনসমূহ | ব্যর্থতাসমূহ | বিস্তারিত |
---|---|---|---|
২০০৪ | প্রথম মায়ের সাথে স্কুলে যাই। সাহস করে স্যার, ক্লাসমেটদের সামনে ব্লাকবোর্ডে A, B, C, D লিখেছি। | — | বিস্তারিত পড়ুন |
২০০৮ | 1. প্রাথমিক সাধারণ গ্রেডে বৃত্তি পাই। 2. জাতীয় সংগীত লিখিত প্রতিযোগীতায় ৩য় স্থান অধিকার। | — | বিস্তারিত পড়ুন |
২০১০ | মোরগ লড়াই প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করি। | — | বিস্তারিত পড়ুন |
২০১১ | JSC পরীক্ষায় GPA 4.64 পেয়ে উত্তীর্ণ হই। | — | বিস্তারিত পড়ুন |
২০১৩ | দশম শ্রেণিতে মেধা তালিকায় ১ম স্থান। | — | বিস্তারিত পড়ুন |
২০১৪ | মাধ্যমিকে জিপিএ ৫.০০ (সকল বিষয়); বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা ও বৃত্তি পাই। | — | বিস্তারিত পড়ুন |
২০১৫ | "আমার ছাওয়াটা মানুষ হইবে" এই শিরোনামে ব্যাবলন কথকথায় আমার গল্প প্রকাশ। | — | বিস্তারিত পড়ুন |
২০১৬ | এইচএসসি জিপিএ ৪.৮৩। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ। | ঢাবি (৭৩২৩) ও রাবিতে ক্লোজ সিরিয়াল আসলেও কোথাও ভর্তি হতে পারি নি। | বিস্তারিত পড়ুন |
২০১৭ | ২য় বারের চেষ্টায় ভার্সিটিতে ভর্তি (পত্রিকায় আমার গল্প) | — | বিস্তারিত পড়ুন |
২০১৮ | মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন থেকে স্কলারশিপ পাই। (সফলতা হলো- আমি সার্ভাইভ করার জন্য একটা সোর্স খুজেছি) | ব্যাচমেটদের সাথে না উঠে বড় ভুল করি, একা থেকে থেকে পিছনে পড়া শুরু করি। | বিস্তারিত পড়ুন |
২০১৯ | CZM এর স্কলারশিপ নিই। MMJF এর স্কলারশিপ ক্যান্সেল করি। | সিজিপিএ খারাপ হতে থাকে। আমার স্ট্রেস ও মানসিক সমস্যার জন্য জিপিএ খারাপ হতে লাগল। | বিস্তারিত পড়ুন |
২০২০ | — | কোভিড ও সময় অপচয়, মানসিক সমস্যা বেড়ে যায়। | বিস্তারিত পড়ুন |
২০২১ | একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কমপ্লিট করি। | মানসিক অবস্থা খারাপের জন্য চাকরি মেলেনি। পাগলের মতও রাস্তার দিক-বেদিক ছুটে বেড়াই। | বিস্তারিত পড়ুন |
২০২২ | — | একটা ভুল জিনিসের সাথে পরিচয় শুরু। | বিস্তারিত পড়ুন |
২০২৩ | — | — | বিস্তারিত পড়ুন |
২০২৪ | গ্রাজুয়েশন কমপ্লিট হয়। প্রজেক্ট স্টাফ হিসেবে চাকরি পাই, বেতন ২০ হাজার। ২২ জুন বিবাহ করি। | নিজের ভুলে, চারপাশের পরিবেশের জন্য আর্থিক ক্ষতি হয়। | বিস্তারিত পড়ুন |
২০২৫ | ওয়েব ডেভেলপার হিসেবে চাকরি শুরু করেছি। প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছি | — | বিস্তারিত পড়ুন |
চলুন একসাথে কাজ করি!
আপনি যদি কোনো React বা Frontend প্রজেক্টে কাজ করাতে চান, কিংবা শেখার ব্যাপারে সহযোগিতা চান, আমার সঙ্গে যোগাযোগ করুন।