আসসালামু আলাইকুম — সুমিত ভাই ও তাপস ভাই।
হ্যাপি নিউ ইয়ার। আশা করি, সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রেখেছেন।
আপনার সময় করে এই মেসেজটি পড়লে কৃতজ্ঞ থাকব।
আমি মজনু। কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করতে চলেছি। ২০২১ সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট (মার্ন স্টাক) শেখা শুরু করি। একাডেমিক পড়াশুনা এবং নিজের ফাঁকিবাজির কারণে আমি এখনো নিজেকে "ওয়েব ডেভেলপার" হিসেবে গুছিয়ে নিতে পারি নি।
তাপস ভাই, ও আপনাকে আমি অনেকদিন থেকে ফলো করি। আপনারা যে কন্ট্রিবিউশন ডেভেলপমেন্ট কমুনিটিতে রাখছেন — তা অনন্য। আপনারা আমার পছন্দের একজন মানুষ।
আপনাদের "রিয়্যাক্টিভ এক্সিলারেটর" কোর্সটি করার আমার খুব ইচ্ছে ছিল। দূর্ভাগ্যবশত আমার হাতে আজ খাওয়ার টাকা নেই।
আমিও জিততে চাই — ভাই। এই কোর্সটি করার পর, আমি জীবনকে পরিবর্তন করতে না পারি আমি জীবনে কখনোই আর কারো কাছে হেল্প চাইবো না।
বাবা রিকশা চালান গ্রামে। মা গৃহিণী। ছোট ভাইটা — উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী। আমার মায়ের কথা, আমার বাবার কথা মনে পড়লে খুব অপরাধবোধ ফিল হয়। আমাদের ফ্যামিলি খারাপ পরিস্থিতিতে আছি — ভাই।
এই ভাইটাকে এই কোর্সটিতে এক্সেস দিবেন, আমাদের পরিবারটাকে দাঁড়াতে সাহায্য করবেন — ভাই। আমরা আজীবন আপনার নিকট কৃতজ্ঞ থাকব।
আমাকে একটা সুযোগ দিবেন, ভাই। একটা সুযোগ। অনেক পরিশ্রম করে আপনারা কোর্সটি তৈরি করেছেন — যাকে মূল্য দিয়ে কখনোই পরিমাপ করা যাবে না।
আপনাদের ছোটো ভাই
— মজনু
📞 01788262433
🔗 লিংকডিন (opens in a new tab)
💻 গিটহাব একাউন্ট (opens in a new tab)
এই সুযোগ আমার জীবন পরিবর্তনের সুযোগ
আমি অবশ্যই শর্তে রাজি। নিম্নে আমার তথ্যগুলো —